হেই বসুন্ধরা – Chandrabindu – Grooverz

হেই বসুন্ধরা তুমি
ধনো-ধন্ন মিসটেক-এ ভরা
হেই বসুন্ধরা তুমি
গণতন্ত্র গোলমালে গড়া
নেতার মানে হলো রেড লাইট
ধর্মের মানে গেরাকল আ..
ধর্মঘটের হাতে আদল-ইথ
পাবলিকের হাতে মিসড কল আ..
প্রগতি গাড়ি গেলো জান-জোট এ ভেসে
হিরো গাড়ি ফুটপাথে
কি সুখে পড়ে আছি এই পরা দেশে
বরাদ্দ কোটি কোটি উন্নয়ন-এর ঘাটে
হেই বসুন্ধরা তুমি
ধনো-ধন্ন মিসটেক-এ ভরা
হেই বসুন্ধরা তুমি
গণ-দন্ডদ গোলমালে গড়া

বলো হেই ভারতবাসী
কদিন আর খাবে ভাসি
বলো হেই ভারত মাতা
কে তোমার ধরবে ছাতা [x২]

পাড়ায় পাড়ায় ল্যাম্প পোস্ট-এ
দুপুরে মাগশো ভাত
রাস্তায় ফুটবল
উছাল কোনু মেরে গেলো ঘোস্টে
স্বাধীনতার মানে শপিং মল
পঞ্চবার্ষিকী যোজন আ..
উন্নতি মানে হলো সবুরে ফল
এটা যে কেনো বুঝো না আ..
দেশপ্রেমিক গেলো ক্রিকেট-এর মাঠে
তারি বিপ্লবী উৎসবে
নবজাতক হাসে ইংলিশ থট-এ
এই দেশে সেই ছেলে কবে বড় হবে

হেই বসুন্ধরা তুমি
ধনো-ধন্ন মিসটেক-এ ভরা
হেই বসুন্ধরা তুমি
গণতন্ত্র গোলমালে গড়া

বলো হেই ভারতবাসী
কদিন আর খাবে ভাসি
বলো হেই ভারত মাতা
কে তোমার ধরবে ছাতা [x৪]

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *