হৃদয়ের পাতায় – ইমরান
দেখলে তোর ওই মুখ লাগে বড় সুখ
এমনতো হয়নি আগে
কেনো ভালোবাসা বুকে জাগে
তোকে ভালোবাসতে খুব
কেনো জানি ইচ্ছে করে
একটু না থাকলে পাশে
কেমন জানি লাগে..
পৃথিবীর চারপাশে যেখানে তাকাই
সব খানে তোরি ছায়া খুঁজে পাই
মনেরি গভীরে, হৃদয়ের পাতায়
তোর নামে ভালোবাসা যায় ছুঁয়ে যায়..
তোর নামে ভালোবাসা যায় ছুঁয়ে যায়..
সীমানা ছাড়িয়ে, যদি এ মধুরে
করব আদর তোরে, সারাজনম ধরে
ভুলবো না যে তোরে নেবো আপন করে
সাথী হয়ে থাকব হাজার বছর ধরে
তোকে ভালোবাসতে খুব
কেনো জানি ইচ্ছে করে….
মনেরি পিঞ্জরে, হিমেল পরশে
বাসব ভালো তোরে, গভীর অনুরাগে
হৃদয়ের গহীনে রাখব লুকিয়ে
ভিজব দুজনে মিলে প্রেমেরি জোয়ারে
তোকে ভালোবাসতে খুব
কেনো জানি ইচ্ছে করে….