হারিয়ে যাও তুমি দূরে আরো দূরে
অনেকটা পথ হেঁটেছি একসাথে
কতগুলো ভোর দেখেছি পাশাপাশি
তার পর সবকিছু ফেলে দূরে সরে গিয়েছি
একটু একটু করে…
হারিয়ে যাও তুমি…
দূরে.. আরো দূরে..
তারপর চিরচেনা নিজেদের
চিনতে পারিনা কোনো ভাবেই
আমরা ভাবি সব আসবে ফিরে
পুরোনো অনুভূতি পুরোনো মানুষে..
হারিয়ে যাও তুমি…
দূরে আরো.. দূরে.. [x২]
হয়তো কারো দোষ নেই
হয়তো কিছুই করার নেই
অবশাদ জয় করেছে ভালোবাসা..
হারিয়ে যাও তুমি…
দূরে.. আরো দূরে.. [x২]
হারিয়ে যাও
হারিয়ে যাও
হারিয়ে যাও তুমি [x৪]