হারাবো তোকে নিয়ে হতে যে যা ইচ্ছে তাই – Shaan
পালাবো তোকে নিয়ে,
হারাবো তোকে নিয়ে
হতে যে যা ইচ্ছে তাই
বলে দে দুনিয়াকে,
পিছু যেন না ডাকে
তোর শুধু আমাকে চাই
এই একলা-জুড়ি মন উড়িয়েছি যখন
তোর নামে আজ
তুই ঘুরে তাকালেই ফেরার পথ নেই
এই অদূরেই মেজাজ..
তোর সাথে মন মেশাবো বলে..
তোর কাছে মন দিয়েছি ঢেলে..
তোর কিনারায় এসেছি ভেসে..
তোর ঠিকানায় গিয়েছি চলে..
আয়, রূপকথায়
তোকে চাঁদের বাড়ি নিয়ে যাই
আয়, কবিতায়
তোকে মেঘের মুলুকে ঘোরাই.. (x2)
এই একলা-জুড়ি মন উড়িয়েছি যখন
তোর নামে আজ
তুই ঘুরে তাকালেই ফেরার পথ নেই
এই অদূরেই মেজাজ..
তোর সাথে মন মেশাবো বলে..
তোর কাছে মন দিয়েছি ঢেলে..
তোর কিনারায় এসেছি ভেসে..
তোর ঠিকানায় গিয়েছি চলে.
দিন, দিশা-হীন
সেতো তীর ছোঁয়া পাবে বলেই
দিন, কি রঙিন
সাজে তোর কথা ভাবতে পেলেই (x2)
এই একলা-জুড়ি মন উড়িয়েছি যখন
তোর নামে আজ
হো.. তুই ঘুরে তাকালেই ফেরার পথ নেই
এই অদূরেই মেজাজ..
তোর সাথে মন মেশাবো বলে..
তোর কাছে মন দিয়েছি ঢেলে..
তোর কিনারায় এসেছি ভেসে..
তোর ঠিকানায় গিয়েছি চলে..