হায় রে কালা একি জ্বালা
হায় রে কালা একি জ্বালা
বাঁশি শুনে এ ঘরে রইতে পারি না (x৩)
বাঁশি শুনে ঘরে রইতে পারিনা
বাঁশি শুনে ঘরে রইতে পারিনা
আরে রইতে পারিনা রে কালা
হায় রে কালা একি জ্বালা
বাঁশি শুনে এ ঘরে রইতে পারি না
কোন বাঁশি-তে হয় রে বাঁশি
জান্তে যদি পাই
কোন বাঁশি-তে হয় রে বাঁশি
জান্তে যদি পাই
ঝড়ে মুলে উপড়িয়া
নদীতে ভাসাই
জানি না কালা ঝালা-পালা
আরে জানি না কালা ঝালা-পালা
এই জ্বালা আর সহ্য করতে পারি না
এমন পরা কপাল আমার
বুঝাই দেয় মনে
এমন পরা কপাল আমার
বুঝাই দেয় মনে
আর কি কোনো নারী নাই
এই ভুবনে
নিষ্ঠুর কালা, আমি অবলা
নিষ্ঠুর কালা আমি অবলা
মনেরও ব্যথা হয় কইতে পারিনা
হায় রে কালা একি জ্বালা
বাঁশি শুনে এ ঘরে রইতে পারি না
বাঁশি শুনে ঘরে রইতে পারিনা
বাঁশি শুনে ঘরে রইতে পারিনা
আরে রইতে পারিনা রে কালা
হায় রে কালা একি জ্বালা
বাঁশি শুনে এ ঘরে রইতে পারি না (x২)