স্বপ্ন ভাঙা মন – Madhuraa Bhattacharya
স্বপ্ন ভাঙা মন
জানে এখন স্বপ্ন যে ছিল ফাঁকি (x2)
কেনো তবুও হায় চোখের পাতায়
জলে রঙে স্মৃতির সেই ছবি আঁকি
কেনো তবুও হায় চোখের পাতায়
জল রঙে স্মৃতির সেই ছবি আঁকি
স্বপ্ন ভাঙা মন
জানে এখন স্বপ্ন যে ছিল ফাঁকি (x2)
একলা একা মন মেঘলা
দূর আরো দূরে যাচ্ছে shore
নামলো চোখে জল নামলো
ভালোবাসা ভুলবো কী করে
আজ কেনো হায় প্রেমের ব্যথায়
অভিমান চায় না কথা রাখি
(x2)
হো.. স্বপ্ন ভাঙা মন
জানে এখন স্বপ্ন যে ছিল ফাঁকি (x2)
থামলো চলা আজ থামলো
চেনা জানা পথে এই বাঁকে
ডাকলো প্রেম তবুও ডাকলো
আমি কী করে ভুলি তাকে
মাঝে পথে হায় ঝড়ো হাওয়া
ফিরে এলো নীরেতে আছো পাখি (x2)
স্বপ্ন ভাঙা মন
জানে এখন স্বপ্ন যে ছিল ফাঁকি (x2)