সেলফি লে না রে – Nakash Aziz & Jolly Das
ও আমার বেবি ডল
চুপ কেন? কথা বল
কবে যাবি চাঁদনাতলায়
দেখছি ক্যালেন্ডার (x2)
হাত-কড়া এ হাতে
এই মনের হাজতে
গ্রেপ্তার করবো তোকে
হবি স্যারেন্ডার
তারপর বেসামাল
হবে কোর্ট-মাস্টার
তোকে নিয়ে সুখের ঘরে
জেল খাটবো রে
**সোনা রে, সোনা রে**
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি নে না রে
**সোনা রে, সোনা রে**
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি লে না রে
তোর সেলফি হাসি মনে
আমি বেঁধে রাখবো যে
আর যখন-তখন দেখবো
চোখ খুলে চোখ বুজে
**সোনা রে, সোনা রে**
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি লে না রে
বুক দুরু দুরু
প্রেম হলো শুরু
আর চোখে দেখলে হবে
হিংসের ডাবল-ডোজ
তোর পাশে হাঁটতে
রোজ আপডেটে
ফেসবুকে বাড়ছে লাইক
হাজার হাজার রোজ
সেই লাইক-এর থাম্বস আপ-এ
আমি সাঁতার কাটবো যে
আর যখন-তখন ডুববো
চোখ খুলে চোখ বুজে
**সোনা রে, সোনা রে**
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি লে না রে (x2)
হুম… তোর নাম ধরে
ডাকলেই ঝরে
হৃদয়ের ব্যালকনিতে
বৃষ্টি নামে জোর
সেই জলে ভিজে
মন ডিপ-ফ্রিজে
বরফের হিমেল হাওয়ায়
কাঁপছে যে অন্তর
মেঘ-বৃষ্টির মায়া জলে
আমি প্রেম করবো যে
আর যখন-তখন ভিজবো
চোখ খুলে চোখ বুজে
**সোনা রে, সোনা রে**
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি লে না রে (x2)
তোর সেলফি হাসি মনে
আমি বেঁধে রাখবো যে
আর যখন-তখন দেখবো
চোখ খুলে চোখ বুজে
**সোনা রে, সোনা রে**
কাছে আয় না রে
ছোট্ট একটা ক্লিক করে
সেলফি লে না রে