সে এখন আর আমাকে চায় না – Anupam Roy & Timir Biswas
তোমাকে ভাবেছি আমারি মতো কেউ
ঘর পোড়া
তোমাকে বলেছি লেট আস অ্যাসিউম
সবি আঁকড়া (x২)
আর আজ কিছু নেই বা পেলাম
তবু তোমার গানেই সাজাই এই শহর
আর এখন এই সময়ের মাঝখানে
একটি কথা এই কানে
সে এখন আর আমাকে চায় না
সে এখন আর আমাকে চায় না (x২)
কলমে গোপনে লুকোতে পারো নি
ঘুম ঘোরে
ঘুরে ফিরে ঘুরে ঝরে পড়েছো
প্রতি-টি অক্ষরে
আর আজ কিছু নেই বা পেলাম
তবু তোমার গানে সাজাই এই শহর
আর এখন এই সময়ের মাঝখানে
একটি কথা এই কানে
সে এখন আর আমাকে চায় না
সে এখন আর আমাকে চায় না (x২)