সাত সাগর এমনি পার – Arijit Singh
একদিন কোথাও মিলবে হিসেব
ভাবছি কেন? ভাবনা কিসের?
দূরে যেতে যেতে ফিরে তাকানো
চেনা সুতোগুলো ছিঁড়ে তাকানো (x2)
ফের কখন আসবে ডাক
ডাকবে কোন জাহাজ
সাত সাগর এমনি পার
অন্ধকার ভালো লাগে না (x2)
ছায়া দিতে দিতে হঠাৎ
গাছেরা যায় যদি তফাৎ
না যদি আর কোথাও কাছে ডাকে
চেনা পথের রোদের মাসুল
কথারা ঠিক ছিল না ভুল
এখন কে আর বোঝায় আমাকে
দূরে যেতে যেতে ফিরে তাকানো
চেনা সুতোগুলো ছিঁড়ে তাকানো (x2)
ফের কখন আসবে ডাক
ডাকবে কোন জাহাজ
সাত সাগর এমনি পার
অন্ধকার ভালো লাগে না (x2)
একদিন কোথাও মিলবে হিসেব
ভাবছি কেন? ভাবনা কিসের?
দূরে যেতে যেতে ফিরে তাকানো
চেনা সুতোগুলো ছিঁড়ে তাকানো (x2)