সাজনা সাজনা আলবিদা সাজনা – Imran
চুপি চুপি কখন রে তুই
এলি মনের ঘরে সাজনা… সাজনা
ধীরে ধীরে কখন আমায়
বাঁধলি প্রেমের ডোরে সাজনা… সাজনা
চলে যদি যাবি রে তুই
তবে কেন কাছে এলি
মুছে দিতে বলবি যদি
মন কেন নাম লিখলি
তোর সাথে এক সাথে
কতো স্মৃতি আমার
স্মৃতিগুলো পিছু ছাড়ে না
সাজনা… সাজনা আলবিদা সাজনা
সাজনা… সাজনা আলবিদা সাজনা
ফেলে আসা পথে ছিলি সাথে সাথে
মিশে ছিল নদী মোহনা
থেমে গেল চলা স্মৃতি দেয় জ্বালা
আসে জল চোখের কিনারায় (x2)
চলে যদি যাবি রে তুই
তবে কেন কাছে এলি
মুছে দিতে বলবি যদি
মন কেন নাম লিখলি
তোর সাথে এক সাথে
কতো স্মৃতি আমার
স্মৃতিগুলো পিছু ছাড়ে না
সাজনা… সাজনা আলবিদা সাজনা
সাজনা… সাজনা আলবিদা সাজনা
চুপি চুপি কখন রে তুই
এলি মনের ঘরে সাজনা… সাজনা
ধীরে ধীরে কখন আমায়
বাঁধলি প্রেমের ডোরে সাজনা… সাজনা