সহজ মানুষ – Rupam Islam
চোখ খুলে তুই দেখে নে না
অসাধু সব লেনা-দেনা জগতে
এগোন্তো অসতেরা মহতে
নিজের বাঁচাই টুকু বাঁচা
বাঁচা তো নয় বদ্ধ খাঁচা
ভেঙে ওর..
কড়া নরুক জবাব চাওয়ার ভোর
নরম নরম মিষ্টি হাসা
এতো জীবন ভালোবাসা
কত দিন….
প্রশ্ন উঠুক প্রশ্নেরা স্বাধীন
কে যে নামে আজকে দিনকাল
কে বলে দেবে কী আছে আগামী কাল
কে ফেরাবে বলো হুঁশ..
সে কি রণক্লান্ত নকশাল সহজ মানুষ
প্রতিরোধের চিহ্ন নকশাল সহজ মানুষ
খোঁজে দেখ না রে মন দিব্বো-গানে [x৩]
প্রতিরোধের চিহ্ন সহজ মানুষ
এই মৃত্যু ঋণে জীবন দেহে
যুদ্ধ আগল আজ খুলে দে
সহজ মানুষ সামনে থেকে
যুদ্ধে নেমে, রক্ত মেখে
নির্জাতনে, নিপীড়নে
ক্লান্ত শহর দিন গুনে নে
কড়া চোখের প্রতিরোধে
জনরোষের তীব্র ক্রোধে
বঞ্চনা আর প্রবঞ্চনায়
সজ্জা করে এ যন্ত্রণা
এখন পিঠে শক্ত দেয়াল
মেলছে দানা গুপ্তশালা….
কে যে কাঁদে আজকে দিনকাল
কে বলে দেবে কী আছে আগামী কাল
কে ফেরাবে বলো হুঁশ..
সে কি রণক্লান্ত নকশাল সহজ মানুষ
প্রতিরোধের চিহ্ন নকশাল না সহজ মানুষ
সে কি সর্বশান্ত নকশাল সহজ মানুষ
খোঁজে দেখ না রে মন দিব্বো-গানে [x৫]
প্রতিরোধের চিহ্ন