সর চুল গেছে সময় অবহেলায়
হয়তো জানি না
আমি এ পাশ ফিরে শুলেও
কেনো থামতে পারি না
এলো-মেলো ভোর আশা-যাওয়ার খবর
রাখতে পারিনি
তোমার অশোভন বাক্য গুলো
বুঝতে পারিনি
আমার ঘুম পড়লে চাঁদ
আজ অন্য কিছু বা
এই তো কিছু বরফ হিসেব
গলছে সময় যাচ্ছে মিশে
অনেক রুমাল কান্না তুমি ভিজবে না
হয়তো আবার পিছু টানে
থাকছি আকাশ অন্য গানে
উষ্ণ অনেক অনুভূতির আশ্রয়
এই.. ধূসর চুল
আজো ভালো লাগে তোমায়
এই ধূসর চুল
গেছে সময় অবহেলায়
তবু যদি ঘরে ফেরা যায়
এই বেলায়..
ফিরতে পারি না
আমি অনেক রকম জুড়িয়ে গেছি
রাস্তা চিনি না
এই অল্প আলোর দিন
ভেশ থাক না গতি হীন
এই আলোতেই চাই
গাছ থেকে সব নাগাল পেলে
দেখতে পাওয়া যায়
হয়তো কাল পড়লেই শেষ
আর নেবো ছদ্মবেশ
এই তো কিছু বরফ হিসেব
গলছে সময় যাচ্ছে মিশে
অনেক রুমাল কান্না তুমি ভিজবে না
হয়তো আবার পিছু টানে
থাকছি আকাশ অন্য গানে
উষ্ণ অনেক অনুভূতির আশ্রয়
এই.. ধূসর চুল
আজো ভালো লাগে তোমায়
এই ধূসর চুল
গেছে সময় অবহেলায়
তবু যদি ঘরে ফেরা যায়
এই বেলায়.. [x২]