সময় – Prithibi Band
অস্থির এই সময়,
শুধু এই সংশয়
কী করে জানি হঠাৎ,
ঘিরে আমায় মৃত্যু ভয়
কাটে একা রাত,
অসুখে সঞ্চয়
চলছে নিয়ম মতোই,
বেঁচে থাকার অভিনয়
সময় নয় আর দূরে..
জানি ফিরবে তুমি শিকল ছিঁড়ে (x২)
আমার পড়া মন,
শোনে না বারণ
নিয়মিত অজুহাত,
শুধু খোঁজে অকারণ
বেশ্তোটা পড়ে থাক,
পড়ে থাক এই জীবন
কোথায় পাবো তাকে,
যে আমারই মতন
সময় নয় আর দূরে..
জানি ফিরবে তুমি শিকল ছিঁড়ে (x২)
হে জীবন তুমি থমকে যাও
একটু দাঁড়াও, দু-হাত বাড়াও
বেঁচে থাকবো স্বপ্ন দেখে যাও
নিজের কাছে খুঁজে নাও…