সখি রঙ্গ কত বল
সখি.. রংগ কত বল
সঙ্গে সঙ্গে চলতে কানো
অঙ্গে লাগে সংগ জল
সঙ্গে সঙ্গে চলতে কানো
সঙ্গে সঙ্গে চলতে কানো
অঙ্গে লাগে সংগ জল
সখি রং কত বল
ও.. সখি রঙ্গ কত বল [x২]
কানু বলে আঁখির কথা
রাই বলে অন্তরে ব্যথা [x২]
এক জীবনের বিফলতা
হৃদ মাঝারে পদ্মস্থল
এক জীবনের বিফলতা
হৃদ মাঝারে পদ্মস্থল
রং কত বল
সখি রং কত বল
সখি রং কত বল
রসের বনে বিষের খোঁড়া
কি জানে মন তোমা ছাড়া [x২]
প্রীতি মাতালো পাড়া
পথ পার হতে এত চল
প্রীতি মাতালো পাড়া
পথ পার হতে এত চল
রং কত বল
সখি রং কত বল
সখি রং কত বল
সঙ্গে সঙ্গে চলতে কানো
অঙ্গে লাগে সংগ জল
রং কত বল
সখি রং কত বল
সঙ্গে সঙ্গে চলতে কানো
অঙ্গে লাগে সংগ জল
রং কত বল
সখি রং কত বল [x২]