সকাল আসে না আয়না হাসে না
সকাল আসে না, আয়না হাসে না
জানলা খোলা মেঘ, সে ভালোবাসে না
না কিছু ভাবি না, রোদ এলো কিনা
স্নানের জলে গান, আমি না তুমি না
দিনের পাখিরা.. ছুঁয়েছে দানা
রাতের পরি আর ভুল ঠিকানা
সকাল আসে না, আয়না হাসে না
একলা খোলা বই, সে ভালোবাসে না
জাগে না, জাগে না তার চোখ
জাগে না, জাগে না তার চোখ
ডেকে দেয়া টুকু আমার হোক
অচেনা এ অবেলায় [x২]
দিনের পাখিরা.. ছুঁয়েছে দানা
রাতের পরি আয় ভুল ঠিকানা
হম.. গোধূলি ভাঙা গান
আমি না তুমি না
সকাল আসে না, আয়না হাসে না
জানলা খোলা মেঘ, সে ভালোবাসে না