শাস্তি দে শাস্তি দে
তার বিখিপ্ত বাজে বক্বাস
মাঝে মাঝে জ্যাজ হয়ে যায়, ইয়া ইয়া..
উৎখিপ্ত কোনো উপগ্রহের ফেরে, ইয়া ইয়া..
প্রেম হয়ে ফের রাধাকে কাঁদায়
কেনো যে সে…, কেনো যে সে… [x২]
সেই জেহাদির মাথার দাম তা কত
কতই বা দাম কোথার
এক দাম নাকি দর্দাম হতে পারে
তার সেই নাশ্তাকতার [x২]
শাস্তি দে, দে শাস্তি দে
শাস্তি দে, শাস্তি দে
ও.. এই ক্রুসেডে দে ক্রাশ দে
নেই বিচার, হোক নষ্টিকের ও..
ও.. রাজি হয়ে পথ নিতে নিতে
হেয়ালির
বাজি হয়ে আমি ফেটে গেছি
দিওয়ালির.. ইয়া ইয়া..
প্রেম ভালোবাসা নামে এই বাওয়ালির, ইয়া ইয়া
চেয়ে ঢের সোজা সালভাদর দালির
ছবি বোঝা, বেশ সোজা
কোন প্রেমিকের কঙ্কাল পূজো হয়
কোন মিউজিয়ামে
কোন নিহতের নামে খোমা চেয়ে চিঠি
আছে রোজ নীল খামে ও.. [x২]
শাস্তি দে, দে শাস্তি দে
শাস্তি দে, শাস্তি দে
ও.. পাও-রুতির শোধ ভুতভুতির শোধ
রাগ মেটা, বাস্তিলে
এই ক্রুসেডে দে ক্রাশ দে
নেই বিচার, হোক নষ্টিকের ও..
ও.. শাস্তি দে, দে শাস্তি দে
শাস্তি দে, শাস্তি দে ওও..
আরও পড়ুনঃ টাটকা প্রিয়া মেরি