রুবি – Rupankar Bagchi – Poneroye Beesh
বিকেলের সূর্য যখন দিনকে বিদায় জানায়
বিজলি-বাতি গুলো রাজপথ আলোয় সাজায়
মন এক বদ্ধ পাগল
প্রশ্ন করে হাওয়ায়
দু-চোখে ঘুম নেই তার
নেই তার কোনো আশা
শোনে না কেউ.. তার অভিযোগ
বোঝে না কেউ.. কেনো এ খোঁজ..
তার কথা ভেবে.. নেই কারো সখ
শোনে না কেউ.. তার অনুযোগ
ল্যাম্প পোস্ট-এ হেলান দিয়ে
মাঝে মাঝে চুপটি করে
কি জানি দেখে হাসে
শীতের এক নিঝুম ভোরে
ময়লা শার্ট-এর ফাকে
পুরোনো একটা ছবি
ছবি-তে আছে যে জন
সে তার ছোট্ট রুবি
আদরের.. বড় আদরের..
রুবি তার.. গেছে হারিয়ে [x২]
কিভাবে চলছিল দিন
কোনো এক ডিসেম্বর-এ
সেই বদ্ধ উন্মাদ-টা
হঠাৎ-ই গেল মরে
কেউ বলল আ-হা বেচারা
কেউ গেল পাশ কাটিয়ে
কে বা তারা জানি না
রাস্তা-তে গেল নিয়ে
রাত গভীর.. ঘুমায় শহর..
ছোট্ট রুবি.. হাওয়ায় ওড়ে..
তাকে খুঁজে.. ঘুরে ঘুরে..
হারিয়ে যায়.. কোন এক ভোরে..
আদরের.. বড় আদরের..
পাপী তার.. গেছে হারিয়ে
কাকে খুঁজে খুঁজে খুঁজে, ঘুরে ঘুরে
হারিয়ে যায়.. কোন এক ভোরে..