রাতের মাঝার কাফন যে কার – Armeen Musa
রাতের মাঝার কাফন যে কার
যত মনের কালো
যত আঁধার আলো
উড়িয়ে পুড়িয়ে কে আসে কোথায়
রাতের মাঝার কাফন যে কার
যত মনের কালো
যত আঁধার আলো
নাইট ওয়াচ অন দ্য স্ট্রিট হন্টিংস অন
ব্ল্যাক স্টেজ অন স্কাই দ্য হন্টিংস অন
চেনা মুখের শাড়ি আরালে কে থাকে
ঝড়ের হাওয়াতে লুকিয়ে কে ডাকে
আসবে আবার করতে শিকার শবর
আসছে কে আবার
কঠিন যে সেই কাজ
শুন-শান পায়ের আওয়াজ যে তার
শুন-শান পায়ের আওয়াজ যে তার