যেও না তুমি যেও না তুমি
মন শুধু খোঁজে যায়
তোর ফেলে যাওয়া সময়
নিস্তব্ধতা বেড়ে ওঠে
যত দূরে চলি যাই
নিশব্দেই অভিধান..
সব নিচ্ছে, নিচ্ছে তোর সাথে
অজানা ভুলে .. গাড়ি আজো যখন
তুমি নেই, তুমি নেই পাশে….
যেও না তুমি, যেও না তুমি
তুমি যেও না.. [x২]
ভুল করেছি আমি
সময়ের ঐ খামতিতে
অবুঝ মন আজো খোঁজে
সময়ের উদ্দেশে
নিসঙ্গতায় বেদনায়..
ভাসে ভাসে আরো স্রোতে
অজানা ভুলে .. গাড়ি আজো যখন
তুমি নেই, তুমি নেই পাশে….
যেও না তুমি, যেও না তুমি
তুমি যেও না.. [x২]”