মেয়ে তুমি Lyrics – Bappa Mazumder & Nirjhor
ঘাসের বুকে তুমি খুঁজে দেখো এসে
শিশির আছে মিশে
রাতের ছাদোরে দাও হাত বাড়িয়ে
চাঁদ আছে ভালোবেশে [x২]
মেয়ে তুমি বোঝো না
ভালোবাসি কত জানো না
কেনো তুমি বোঝো না
ভালোবাসি কত জানো না
রোদ্দুর ঝিলিমিলি
পাখিদের ওড়া উড়ি
ওড়ানো নীল ঘুড়ি
হাত ধরে পথ চলা
চোখে চোখে কথা বলা
চোখেরি ভাষা চেনা না [x২]
মেয়ে তুমি বোঝো না
ভালোবাসি কত জানো না
কেনো তুমি বোঝো না
ভালোবাসি কত জানো না
বৃষ্টি ঝিরি-ঝিরি
তোমাকেই ভেবে মরি
ভাসানো মন তরী
অকারণে চোখে জল
কালো কালো মেঘের দল
মেঘেরি ভাষা অজানা [x২]
মেয়ে তুমি বোঝো না
ভালোবাসি কত জানো না
কেনো তুমি বোঝো না
ভালোবাসি কত জানোনা
ঘাসের বুকে তুমি খুঁজে দেখো এসে
শিশির আছে মিশে