মাঝে মাঝে দুঃখ হলে
এই বৃষ্টি রাত তোমারি থাক
আমি শুধু খুশিতে দু হাত ভেজাবো..
এই মেঘলা রাত
তোমারি থাক
আমি শুধু খুশিতে সময় কাটাবো..[+২]
মাঝে মাঝে দুঃখ হলে
মাঝে মাঝে দুঃখ হলে
মন ভোলাতে আসিস এই রাত..[+২]
এই সময় আবার
না চলে যায়..
ধীরে ধীরে হাসি মুখে বিদায় জানাস
আমার প্রিয়া
খুশিতে ভরুক..
চলে যাস, যাস না চলে ওরে ওহ বাতাস..[+২]
মাঝে মাঝে কষ্ট হলে
মাঝে মাঝে কষ্ট হলে
মন ভোলাতে আসিস এই রাত..[+২]
এই বৃষ্টি রাত
তোমারি থাক
আমি শুধু খুশিতে দু হাত ভেজাবো..
এই মেঘলা রাত
তোমারি থাক
আমি শুধু খুশিতে সময় কাটাবো..
বেখেয়ালি মন..
শোনেনা বারণ..
ছুঁতে চাই অদৃশ্য মায়ার বন্ধন
আমার প্রিয়া.. কল্পনায়..
ঝরে পড়ে বৃষ্টি হয়ে চোখের পাতায়..[+২]
মাঝে মাঝে কান্না পেলে
মাঝে মাঝে কান্না পেলে
চোখ মুছাতে আসিস এই রাত..[+২]
এই বৃষ্টি রাত
তোমারি থাক
আমি শুধু খুশিতে দু হাত ভেজাবো..
এই মেঘলা রাত
তোমারি থাক
আমি শুধু খুশিতে সময় কাটাবো..
মাঝে মাঝে দুঃখ হলে
মাঝে মাঝে দুঃখ হলে
মন ভোলাতে আসিস এই রাত..[+২]