মাওলা মেরি মাওলা
হঠাৎ কি যে ম্যাজিক হলো লোড শেডিং
দিল্লি-ওয়ালি চিঠি পাঠায় এলো মেলো করছে দিন
হঠাৎ কেন স্বপ্ন দেখায়
কলকাতা লোড শেডিং
দিল্লি-ওয়ালি পিলি হাসে
ছোরা যত হোক বোরিং
হঠাৎ কি যে ম্যাজিক হলো হুট করে কলকাতায়
আর কত মুখ আঁকলে দেখি ছট করে খোল-খাতা
লোড শেডিংটা কবিতা ছাড়াও প্রেম বানায়
মনটা কে তাই মেলেই দিলাম তোর দানায়
তুই ডাকে আমি তুমি বলি
আঁচিলটা কে শামলে চলি
চাঁদের থেকে মুখ বারিয়ে আবার দেখ
ছোটের মতন টিউশনে তে
ফলো করিস খবর নিতে
আমার মনের খবর নিলেও
দেখবি এক, তুই দেখবি এক
হাতের মধ্যে হাত ডুবিয়ে
এলো-মেলো ভঙ্গিতে
দুজনে চিনছি দুজনকে
এই মোমবাতি সঙ্গীতে
নিজেকে মনের শব্দ শুনি
বুকের ভেতর ঢুক-পুকুনি
যে-যার মতন প্রেম লুকিয়ে দিন কাটাই
চটক চোখে দেখার তেষ্টা
কি জানি চাই আছে শেষ তায়
আর কিছু না জানলেও জানি তোকে চাই
হঠাৎ কি যে ম্যাজিক হলো
দম করে লোড শেডিং
দিল্লি-ওয়ালি চিঠি পাঠায় এলো মেলো করছে দিন
লোড শেডিংটা কবিতা ছাড়াও প্রেম বানায়
মনটা কে তাই মেলেই দিলাম তোর দানায়
তুই ডাকে আমি তুমি বলি
আঁচিলটা কে শামলে চলি
চাঁদের থেকে মুখ বারিয়ে আবার দেখ
ছোটের মতন টিউশনে তে
ফলো করিস খবর নিতে
আমার মনের খবর নিলেও
দেখবি এক, তুই দেখবি এক”