মা তুই একবার আয় না – Raghab Chatterjee
তুই ছাড়া বড় অসহায়,
আমি নিরুপায়
হঠাৎ করে গেলি তুই চলে
চল চল চোখ এই ধোঁয়ায়,
এই অবেলায়
কেন গেলি মা আমায় ফেলে?
আমি তো শেষবেলায় পারিনা বুঝাতে
জেগে উঠি ভয়ে আজো একা রাতে
মা, তুই একবার আয় না
আমি দুষ্টুমি আর তো করি না উউ..
মা, ফিরে একবার আয় না
আমি একা একা কিছুই পারি না
টুল-মুল পায়ে তুই ছাড়া
সব দিশেহারা
আর সব কিছু এলোমেলো
চোখে জল আমি কাঁদছি না,
ভয় পাচ্ছি না
একা একা চলা শিখে নেবো
মন খারাপের দিন যতো,
তোকে খোঁজতো
বলি নি মা কখন তোকে..
ঘরে ফিরে তোকে না দেখে
মন কাঁদে
ধীর বাগগতো প্রশ্ন চোখে..
মা, তুই একবার আয় না
আমি দুষ্টুমি আর তো করি না উউ..
মা, ফিরে একবার আয় না
আমি একা একা কিছুই পারি না
তুই ছিলি ছিলি রূপকথা,
তার শেষ পাতা
উড়ে গেছে কোনো দূর দেশে
রয়ে গেছে শুধু তারা-রা,
সব হার-রা
দেখে যা না একবার এসে
মন খারাপের দিন যতো,
তোকে খোঁজতো
বলি নি মা কখন তোকে..
ঘরে ফিরে তোকে না দেখে
মন কাঁদে
ধীর বাগগতো প্রশ্ন চোখে..
মা, তুই একবার আয় না
আমি দুষ্টুমি আর তো করি না উউ..
মা, ফিরে একবার আয় না
আমি একা একা কিছুই পারি না..