মনের মাঝে অবুঝ পাখি স্বপ্ন দুটি নয়নে – Puja & Belal Khan

মনের মাঝে অবুঝ পাখি
স্বপ্ন দুটি নয়নে
অভিশারে যাবে মধু লগনে
আকাশ নদী পাহাড় আজি
শূন্য তরি কারনে
অভিমানে পুরি ভরা ফাগুনে
তুই হয়ে যা রে রাধা
পিরিতে নেই রে বাধা
তুই হয়ে যা রে রাধা
পিরিতে নেই রে বাধা
ভালোবাসা রাখিস না আর
গোপনে, গোপনে

মনের মাঝে অবুঝ পাখি
স্বপ্ন দুটি নয়নে
অভিশারে যাবে মধু লগনে
আকাশ নদী পাহাড় আজি
শূন্য তরি কারনে
অভিমানে পুরি ভরা ফাগুনে

লোকে বলে ভালোবাসা হলো এমনি
দিনে দিনে বাড়ে চলে প্রেমের কাহিনী (x2)

তরি কারনে.. তরি সরণে
তরি কারনে.. তরি সরণে
ভালো আলগা তুলে দেবো
চরণে, চরণে

মনের মাঝে অবুঝ পাখি
স্বপ্ন দুটি নয়নে
অভিশারে যাবে মধু লগনে
আকাশ নদী পাহাড় আজি
শূন্য তরি কারনে
অভিমানে পুরি ভরা ফাগুনে

মাঝে মাঝে দিশেহারা লাগে জীবনে
ছায়া যদি সরে পড়ে মিছে স্বপনে (x2)

তরি কারনে.. তরি বাধনে
তরি কারনে.. তরি বাধনে
রয়ে যাব চিরদিন তোর
ভুবনে, ভুবনে

মনের মাঝে অবুঝ পাখি
স্বপ্ন দুটি নয়নে
অভিশারে যাবে মধু লগনে
আকাশ নদী পাহাড় আজি
শূন্য তরি কারনে
অভিমানে পুরি ভরা ফাগুনে

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *