মনে পড়ার গান
আমার চোখের নীচে কবে ক্লান্তি
তোমার ফুরিয়ে যাক জীবনের শান্তি
আমার চোখের নীচে কবে ক্লান্তি
তোমার ফুরিয়ে যাক জীবনের শান্তি
সাবধান – এটা মনে পড়ার গান
সাবধান – সব মনে পড়ার গান
সাবধান …
তোমার প্রেমের শব্দমালা
চাইছি বলে ভাঙছি তালা
তোমার প্রেমের শব্দমালা
চাইছি বলে ভাঙছি তালা
তুমিও ভাঙছ মাঝে মাঝে
আয়না দেখছ অন্য সাজে
তোমার পদক্ষেপে নিশাচর চন্দ
শহরে ছড়িয়ে যায় রক্তের গন্ধ
সাবধান – এটা মনে পড়ার গান
সাবধান – সব মনে পড়ার গান
সাবধান …
আগুন জ্বলছে – পুড়ছে সবাই
সাক্ষী আমরা রাখছি না তাই
আগুন জ্বলছে – পুড়ছে সবাই
সাক্ষী আমরা রাখছি না তাই
রাস্তাগুলো বিপদগামী
তাও মরতে ভুলে যাচ্ছি আমি
এ মেসেজ ফিরে আসে আমাদের মধ্যে
মৃত্যুর দানা মেলে শহরের পথ বেয়ে
সাবধান – এটা মনে পড়ার গান
সাবধান – সব মনে পড়ার গান
সাবধান …
আমার চোখের নীচে কবে ক্লান্তি
তোমার ফুরিয়ে যাক জীবনের শান্তি
আমার চোখের নীচে কবে ক্লান্তি
তোমার ফুরিয়ে যাক জীবনের শান্তি
সাবধান – এটা মনে পড়ার গান
সাবধান – সব মনে পড়ার গান
সাবধান …