মন হারালো আ মন হারালো – Shaan & Nancy
চোখের ওই তারাতে স্বপ্নের ছাওয়াতে
একে দিবো আমার মনের ছবি (x2)
যত কথা, যত সুখ, মেঘ ভাঙা রোদ্দুর
সব দেবো তোকে, শুধু ভাবি (x2)
মন হারালো, আ মন হারালো
মন তোরি প্রেমে দানা ভাসালো (x2)
কবে থেকে শুরু বুকে দুরু দুরু
কবে হলো এই প্রেম জানি না..
হুঁ.. কবে থেকে শুরু বুকে দুরু দুরু
কবে হলো এই প্রেম জানি না..
জেগে থাকি রাতে তোরি ভাবনাতে
দুটি চোখে ঘুম আর আসে না..
যত কথা, যত গান,
কিছু মান, অভিমান
সব দেবো তোকে, শুধু ভাবি (x2)
মন হারালো, আ মন হারালো..
মন তোরি প্রেমে দানা ভাসালো (x2)
চোখে চোখে চাওয়া তুলে ঝড়ো হাওয়া
বুকে সেই ঝড় আর থামে না.. (x2)
তবু ভালো লাগে, ভালোবাসা জাগে
তোকে চাওয়া কমে না..
যত কথা, যত সুর,
মেঘ ভাঙা রোদ্দুর
সব দেবো তোকে, শুধু ভাবি (x2)
মন হারালো, এই মন হারালো
মন তোরি প্রেমরে দানা ভাসালো (x2)