মন ঘুমায় রে
মন ঘুমায় রে
রঙিলা পাল তুলিয়া
মন ঘুমায় রে
হাওয়া টানে উত্তরে
জলে টানে দক্ষিণে
রঙিলা পাল হাওয়ার সাথে
প্রেম করিছে গোপনে
হাওয়া জলে টানা-টানি
নৌকা পড়ে দুই ধারে
রঙিলা পাল তুলিয়া
মন ঘুমায় রে.. [x২]
মন ঘুমায় রে
মন ঘুমায় রে
রঙিলা পাল তুলিয়া
মন ঘুমায় রে