ভালোবেসে ফেলেছি তোমায়
যেই তোমার হাওয়া আমাকে ছুঁলো
উড়ে গেল মন-পায়রা গুলো
তাও কেনো দেখেও দেখো নি
আজ খুলে বলো আমাকে তুমি
আনলে কেনো এমন সুনামি
দাও মন আমাকে এখনই
তোমার রাত-বিরেতে কোনো মতে
ঘুমপাড়ানি জেগে
দিন-দুপুরে মাঝ পুকুরে
রোজ ডুবায় নিজেকে
এসেছি তোমাকে জানাতে
এসেছি তোমাকে মানাতে
ভালোবেসে ফেলেছি তোমায়…
পরেছি মুশকিলে
ভাগ্যিস তুই ছিলি
নইলে আমায় কে আজ বাঁচাতে বলো
জেই তোমার হাওয়া আমাকে ছুঁলো
উড়ে গেল মন-পায়রা গুলো
তাও কেনো দেখেও দেখো নি
আজ খুলে বলো আমাকে তুমি
আনলে কেনো এমন সুনামি
দাও মন আমাকে এখনই
তোমার রাত-বিরেতে কোনো মতে
ঘুমপাড়ানি জেগে
দিন-দুপুরে মাঝ পুকুরে
রোজ ডুবায় নিজেকে
এসেছি তোমাকে জানাতে
এসেছি তোমাকে মানাতে
ভালোবেসে ফেলেছি তোমায়…
কন্ঠশিল্পীঃ আশকিং ও জনিতা গান্ধী