ভালোবেসে নিরুদ্দেশে – Tahsan
কেনো বোঝো না যে তুমি অভিমানের ফাঁকে
পেয়েও আমি পাই না সারাক্ষণ তোমাকে
মনে মনে ভাবি প্রাণ খুলে বলি
তোমায় ছাড়া বলো কি করে যে চলি
পাশে থাকলেই পৃথিবীটা পাবো
তোমায় নিয়ে নিরুদ্দেশে যাবো (২ বার)
যদি তুমি থাকো সাথে
জ্যোৎস্না ছুঁয়ে যাবে প্রাণে
তোমায় আজ রাতে ভাসাবো মন
ভালো করা গানে
যদি ভালো অভিমান ভুলে লুকোচুরি
মন খারাপের মেঘে আর নয় উড়ো-উড়ি
ভালো যদি বাসো দ্বিধা কেনো তবে
তুমি চাইলেই কাছে আসা হবে
পাশে থাকলেই পৃথিবীটা পাবো
তোমায় নিয়ে নিরুদ্দেশে যাবো (২ বার)
যদি তুমি থাকো সাথে
জ্যোৎস্না ছুঁয়ে যাবে প্রাণে
তোমায় আজ রাতে ভাসাবো মন
ভালো করা গানে
কি করে যে থাকো তুমি দূরে দূরে
কাছে আসো যদি সব ভেঙে-চুরে
খুলে যাবে যত মনে রাখা বাঁধা
মন খারাপের কালো হয়ে যাবে সাদা
পাশে থাকলেই পৃথিবীটা পাবো
তোমায় নিয়ে নিরুদ্দেশে যাবো (২ বার)
যদি তুমি থাকো সাথে
জ্যোৎস্না ছুঁয়ে যাবে প্রাণে
তোমায় আজ রাতে ভাসাবো মন
ভালো করা গানে