ভালোবাসি তোমাকে চলনের এই খেলায়
ভালোবাসি তোমাকে…
চলনের এই খেলায়..
স্বপ্নে দেখা সন্ধ্যে বেলায়
তোমাকে খুঁজে পাইনি
সময় নিয়ে চলে গেছে তোমার
ভালোবাসা খোঁজ নেয় নি [x২]
আজো আমি দাড়িয়ে আছি
তোমার অপেক্ষায়
একবার এসে দেখো তুমি
শুকিয়ে যাওয়া মোহনা..
ভালোবাসি তোমাকে
তুমি কেনো বুঝেও বুঝো নি
চলনের এই খেলা
খেলেছো কি, কতটুকু
আমি হারিনি..
অস্তের অন্ধারে খুঁজে বেরাই
তোমার হাসির আলো
মৃত্যু প্রশ্ন করেছে আমায়
সে কেনো তোকে হারালো
মন-তো পথের পথিক হয়েছো
চেয়ে আনমনে
পুড়ছি জীবনের শোষণে
তোমার কারণে..
ভালোবাসি তোমাকে
তুমি কেনো বুঝেও বুঝো নি
চলনের এই খেলা
খেলেছো কি, কতটুকু
আমি হারিনি..
কখনো বুঝোনি তুমি
কথা বলার ছিলো কতো
ভুলে যে গিয়েছো তুমি
ছুঁড়ে ফেলে গেলে কতো
স্বপ্নের কিনারাতে একা রেখে চলে গেলে
দিন রাত এক করে হয়েছি আশাহত
অসহায় উন্মাদ আজকে উঠছে
জানি না জানি না কিসের জ্বালায়
বিষাক্ত রক্তের সাগরে ভাসছি
দেখো শুধু তোমার অবহেলায়
কাঁচের থেকে অনবরত শূন্যতায়
দিন রাত এক করে মন দিশাহীন
নীল রঙ গাড়ো করে নিয়েছে
মুখোশধারী হিমোগ্লোবিন
ভালোবাসি তোমাকে
তুমি কেনো বুঝেও বুঝো নি
চলনের এই খেলা
খেলেছো কি, কতটুকু
আমি হারিনি.. [x২]
আসবেনা তুমি স্বপ্নেও আমার
মন বলে কিছু নেই
স্মৃতি আমার ওজন্তে
তোমাকে কেড়ে নিয়েছে
একফোঁটা চোখের জলে
জানি না কতো দাম
ভালোবাসা দিয়েছ আমায়