ভালো করে ভালোবাসাই হলো না
ভালো করে ভালোবাসাই হলো না
কাছে আসায় হলো না
ভালো করে ভালোবাসাই হলো না
কাছে আসায় হলো না
তুমি আমার.. হবো না তুমি কারো
হয়েছি তোমারি প্রেমের আকার
তুমি ভালোবাসো বলে
প্রাণ আছে-ই দেহে আমার
ভালো করেই ভালোবাসাই হলো না
কাছে আসায় হলো না
যদি হঠাৎ বাধা আসে কোনো
ছাড়ো না হাত শোনো প্রিয় শোনো
ছাড়বো না হাত থাকো কাছাকাছি
দিন থেকে রাত প্রেমের ডুবে আছি
রাখো যতো নির্ভয়ে হৃদয়ে তবু
কেনো যে ভয় হারাবার..
তুমি আমার.. হবো না তুমি কারো
হয়েছি তোমারি প্রেমের আকার
তুমি ভালোবাসো বলে
প্রাণ আছে-ই দেহে আমার
ভালো করেই ভালোবাসায় হলো না
কাছে আসায় হলো না
সময় যখন হলো কাছে পাবার
সময় তখন হলো দূরে যাবার
তবু জীবন যাবে নাটো থেমে
বড় অপাঙ্ক্তেয় তুমি গেছি জেনে
তুমি যাবে যেখানে সেখানে আমি
ছায়া হবো যে তোমার..
তুমি আমার.. হবো না তুমি কারো
হয়েছি তোমারি প্রেমের আকার
তুমি ভালোবাসো বলে
প্রাণ আছে-ই দেহে আমার
ভালো করে ভালোবাসাই হলো না