ভালবাসাতে ডুবি – ইমরান
ভাবনা জুড়ে সারাদিন তুই
স্বপ্নলোকে তোকে আমি ছুঁই
তোর মাঝে আমি ভাসি ডুবি.. [x২]
জানি না কে আমায় শেখাবে
বলতে হবে তোকে কী হবে
তোকে ভালোবাসি খুবি..
তোর মাঝে আমি ভাসি ডুবি..
তোকে ভালোবাসি খুবি..
তোর মাঝে আমি ভাসি ডুবি..
তোকে ভালোবাসি খুবি..
কিছু কিছু কথা থাকে
মুখ বলে যায় বোঝানোর না
চোখটা দেখে মনটা পড়ে
সেই কথা গুলো বুঝে নিতে হয়
ও আগে কত দিন তোরই আশায়
দিন গুনে যেতে হবে আমায়
মনের কথা বলতে না পারার
কষ্ট গুলো যে আমাকে পূরায়
কবে মনটা কে ছুঁই
বুঝবি ভালোবাসি খুবি..
তোর মাঝে আমি ভাসি ডুবি..
তোকে ভালোবাসি খুবি.. [x২]
ভাবনা জুড়ে সারাদিন তুই
স্বপ্নলোকে তোকে আমি ছুঁই
তোর মাঝে আমি ভাসি ডুবি..
জানি না কে আমায় শেখাবে
বলতে হবে তোকে কী হবে
তোকে ভালোবাসি খুবি..
তোর মাঝে আমি ভাসি ডুবি..
তোকে ভালোবাসি খুবি.. [x২]