ভাবনা জুড়ে কে আজকাল
ভাবনা জুড়ে কে আজকাল
জল ছায়া দু হাত বাড়ায়
মন গহীনের এ মায়া বাঁধনে
তোমাকে জড়াই কল্পনায়
দু চোখ জুড়ে কে মায়া জাল
যায় বুনে অবুঝ-পনায়
মন গহীনের এ মায়া বাঁধনে
তোমাকে জড়াই কল্পনায়
কথারা চুপ-চাপ খুঁজে যায় তোমাকে
তার টানে চেনা মুখ হাওয়ায়..
ও.. নিরবে তোমাকে দেখি সেই আদলে
কি সুখে এ হৃদয় ভরে যায় [x২]
দু চোখ জুড়ে কে মায়া জাল
যায় বুনে অবুঝ-পনায়
মন গহীনের এ মায়া বাঁধনে
তোমাকে জড়াই কল্পনায়
ইচ্ছের তোলপাড় ছুঁতে চায় তোমাকে
মন কিনার তাল-মাতাল ছায়ায়..
স্বপ্নরা বেশামাল ভেজা জল কাজলে
হয় মনে খুব কম দেখি তোমায় [x২]
ভাবনা জুড়ে কে আজকাল
জল ছায়া দু হাত বাড়ায়
মন গহীনের এ মায়া বাঁধনে
তোমাকে জড়াই কল্পনায়
দু চোখ জুড়ে কে মায়া জাল
যায় বুনে অবুঝ-পনায়
মন গহীনের এ মায়া বাঁধনে
তোমাকে জড়াই কল্পনায়