বেহায়া খেলনা বাটি মন – Anupam Roy
কিছু হাঁটাহাঁটি থামবে না মনে হয়,
তাকে যতই ঠিকানা দাও।
যদি ক্ষ্যাপা ঘুড়ি এন্টেনা পেয়ে যায়,
তাকে ওড়ার বাহানা দাও।
কিছু মরীচিকা আসলের মত হয়,
তাকে জলের ঠিকানা দাও।
যদি কানামাছি চুরি করে খেলা হয়,
তাকে ছোঁয়ার বাহানা দাও।
,
বেচারা ঝলসানো জীবন।
সুজুগেরা আসে যদি হুজুগে বিকেলে,
অবস্থা এখন তখন।
যদি শুঁয়োপোকা প্রজাপতি হতে চায়,
তাকে ফুলের ঠিকানা দাও।
যদি মাটি গুলো কাট ফাটা মনে হয়,
তাকে ভেজার বাহানা দাও।
যদি জোনাকিরা জ্বলা নেভা ভুলে যায়,
তাকে রাতের নিশানা দাও।
যদি রাত গুলো চিঠিদের মত হয়,
তাকে খামের ধারণা দাও।
বেহায়া খেলনা বাটি মন,
বেচারা ঝলসানো জীবন।
সুজুগেরা আসে যদি হুজুগে বিকেলে,
অবস্থা এখন তখন।