বৃষ্টি ভেজা স্বপ্ন দে রোদেলা কিছু গল্প দে
বৃষ্টি ভেজা স্বপ্ন দে
রোদেলা কিছু গল্প দে..
বাসব ভালো কাছে আয়
ও জানে যা.. [x২]
থাকব পাশে রাত দিন
তোকে ছাড়া খুব কঠিন [x২]
আজ ইশকে তোর কাটে না যে ঘর
কেনো বল.. ?
বৃষ্টি ভেজা স্বপ্ন দে
রোদেলা কিছু গল্প দে..
বাসব ভালো কাছে আয়
ও জানে যা..
রাখব তোকে যত্ন করে অনাদরে
আর দেব দু চোখে ভরে
স্বপ্ন রঙিন..
ও.. ইচ্ছে হলে কাউকে কিছু-টি না বলে
যাব যে নিয়ে মেঘের কোলে
তোকে কোনো দিন..
থাকব পাশে রাত দিন
তোকে ছাড়া খুব কঠিন
আজ ইশকে তোর কাটে না যে ঘর
কেনো বল.. ?
বৃষ্টি ভেজা স্বপ্ন দে
রোদেলা কিছু গল্প দে..
বাসব ভালো কাছে আয়
ও জানে যা.. আ..
খামখেয়ালি ছবি তো রাখি মন দেয়ালে
হঠাৎ তুই ডাক পাঠালে
ছুটে চল যাই..
হো.. সব দিকে তুই
ইচ্ছে ঘিরে তোকে শুধুই
আর্জি আছে বেশ এই টুকুই
তোকে যেন পাই…
থাকব পাশে রাত দিন
তোকে ছাড়া খুব কঠিন