বালিকা তোকে কোন নামে ডাকি
তোকে কোন নামে ডাকি বালিকা
তোকে কোন নামে ডাকি..
তোকে কোন নামে ডাকি বালিকা
তোকে কোন নামে ডাকি..
রাস্তা রোডে জানলা গুনি
আখের রসের সবদো শুনি
ম্যাগাজিনের মোলাট মুখে আঙুল বোলাই
পুলিশ ট্রাফিক পেরিয়ে যেতেই
তোর চোখের ওই পাগলামিতেই
পরছি ধরা নিয়ম করে কোথায় পালাই [x২]
কখনো কার্নিশে মেঘের পাশে
কখনো মুখচোরা কলেজ ঘাসে..
বালিকা তোকে কোন নামে ডাকি
বালিকা তোকে কোন নামে ডাকি
তোকে কোন নামে ডাকি বালিকা
তোকে কোন নামে ডাকি..
হাত পেতে যে চাইতে যাবি
আমার হাতের মুঠোয় চাবি
বাঁশলে ভালো চাইবি কেনো, এমনি পাবি
ফ্লেঙ্গি তো ভাই খেতেই পারি
তাই বলে কি থামতে পারি
ঘেনোর ঘেনোর পেনোর পেনোর কেলেঙ্কারি
কখনো কার্নিশে মেঘের পাশে
কখনো মুখচোরা কলেজ ঘাসে..
বালিকা তোকে কোন নামে ডাকি
বালিকা তোকে কোন নামে ডাকি
তোকে কোন নামে ডাকি বালিকা
তোকে কোন নামে ডাকি.. [x৩]