বাইরি পিয়া হ্যায় বাইরি পিয়া
হা.. ডেকেছি চেয়ে থেকেছি
কত ভেবেছি তোমাকে
হবে কি.. দেখা পাবো কি
খুঁজে চলেছি তোমাকে
বাইরি পিয়া হ্যায়, বাইরি পিয়া
বাইরি পিয়া হ্যায়, বাইরি পিয়া
আমিও কি ভালো থেকেছি
দূরে রেখেছি তোমাকে
যদি আজ কাছে টেনে নেই
তাও বলবে কি আমাকে
বাইরি পিয়া হ্যায়, বাইরি পিয়া
বাইরি পিয়া হ্যায়, বাইরি পিয়া
মনের আছে কথা
যদি বলো তোমাকে শুনাই
নিজের আরো কাছে
আজ চাই শুধু তোমাকে চাই
আমারও মনের মন তোমারি অপেক্ষায়
জেগে আছে কবে থেকে সেই..
আমারও দিনের দিন আমারও রাতের রাত
ডুবে আছে তোমার নামে
ডেকেছি চেয়ে থেকেছি
কত ভেবেছি তোমাকে
হবে কি.. দেখা পাবো কি
খুঁজে চলেছি তোমাকে
মোরে পিয়া হ্যায়, মোরে পিয়া
মোরে পিয়া হ্যায়, মোরে পিয়া