বলা বারণ কে জাগে রাত
কেনো এমন, কবে হঠাৎ
কিসের হাওয়া, তখন বিকেল
বলা ব্যারন
কি ওঝাট, কোন সে রঙিন
কখন আঘাত, জলের আড়াল
বলা ব্যারন
কে জাগে রাত, বেলা প্রহর
পরো বসত, ঠিকানা তোর
চেনা দুঃখ, চেনা পালক
চিনি কি ঘর, স্বয়ম্বর
কেনো শরীর, কেমন হাওয়া
আরশিমহল, কাকে পরায়
বলা ব্যারন
দূরের স্টিমার, আলোর তারিখ
কি যে মানুষ, কি যে কখন
বলা ব্যারন
জাগে রাত….কে জাগে রাত
চুল ঢাকে ঘুম, ভুল করিডোর
কে পলাতক, নীলছে সময়
বলা ব্যারন
কোন সে রাখাল, বিষাদ চরায়ে
হঠাৎ কখন, হাইওয়ে বাঁশি
বলা ব্যারন
কে জাগে রাত, বেলা প্রহর
পরো বসত, ঠিকানা তোর
চেনা দু-হাত, লাজ মুখ রাত
চিনি কি তার, অন্ধকার
জাগে রাত….কে জাগে রাত