বন্ধু তুমি এসো
বন্ধু তুমি এসো
বন্ধু তুমি এসো
জলের মতো সহজ হয়ে
ফুলের মতো নরম হয়ে
আগুন জ্বালার স্পর্ধা হয়ে এসো
বন্ধু তুমি এসো
এপার ওপার দুপার ভেঙে
খরস্রোতার দারুণ বেগে
নতুন কথার শব্দ হয়ে এসো [x২]
বন্ধু তুমি এসো
যদিও তুমি ক্লান্ত দিন
যদিও চেনা হাওয়া
আনেনা কোনো খবর চেনা খামে
যদিও দানা গুটিয়ে থাকা
ভেতর ঘরে একা
ডাকে না কেউ ডাকে না কোনো নামে
তবুও ভেঙে বেথার নদী
একটু তুমি ভেসো
বন্ধু তুমি এসো
জলের মতো সহজ হয়ে
ফুলের মতো নরম হয়ে
আগুন জ্বালার স্পর্ধা হয়ে এসো
এখনো কিছু আলোর দিন
এখনো কোনো শাঁক
এখনো মেঘ গভীর মতো ছড়ে
এখনো জানে প্রজাপতি রা
কোথায় উড়ে যাওয়া
মনের রঙ কোথায় যেতে পারে
জানই যদি নিজেকে তবে একটু ভালোবেসো
বন্ধু তুমি এসো..