বন্ধ দেওয়াল ঘরের সময় – Gorki Mukherjee
বন্ধ দেওয়াল ঘরের সময়
শামলে লিখে পাঠাই
টুকরো আঠায় ঝুরি
বগা ঘুরির সঙ্গে লাটাই (x২)
ছন্ন ছেরা ছোটি
অতি যত্নে রাখা খোটি
হলদে কমলা
সবজে গন্ধ মাখল প্রজাপতি..
এইসব ছবি খুব সাধারণ
মধ্যে আমার ঘর
লুকিয়ে থাকা সুপার হিরো
অদ্ভুত জাদুকর
এইসব ছবি খুব সাধারণ
মধ্যে আমি কোথায়?
লুকিয়ে থাকা সুপার হিরো
একদিন উড়বই
খুচরো শব্দে কিনি
আলোক মেঘের উপর বাড়ি
শহর ম্যাপে জুড়ি
নদী রাস্তা আর-আরি
জল ভেজানো তুলি দিয়ে
ঝাপটা জানালা খুলি
জীর্ণ শিকর খুঁজে
নতুন বাঁচার অর্থ ভুলি
এইসব ছবি খুব সাধারণ
মধ্যে আমার ঘর
লুকিয়ে থাকা সুপার হিরো
অদ্ভুত জাদুকর
এইসব ছবি খুব সাধারণ
মধ্যে আমি কোথায়?
লুকিয়ে থাকা সুপার হিরো
একদিন উড়বই (x২)
লুকিয়ে থাকা সুপার হিরো
একদিন উড়বই (x২)