প্রথম প্রেম – হৃদয় খান
তারা গুলো জেগে আছে আকাশে
হো.. জেগে আছে এই দুটি চোখে
ও.. স্বপ্ন ভুলে একা গোপনে
ভুলে গিয়ে যতো অভিযোগ
চলছে জীবন শুধু আমি যেনো থেমে
এমনি কি হয় বলো প্রথম প্রেমে ?
ও.. নিজেকে নিজের করে চেনা
একলোকের তোরে একটু দেখা
হুঁ.. দেখা হলে হবে
বিনিময়ে কিছু কথা
ভেঙে দিয়ে হৃদয়-এর যতো নিরবতা
ও.. তোমায় সাথে নিয়ে যাব বহুদূর
সঙ্গী হবে পথের ঐ রোদ্দুর
চলছে জীবন শুধু আমি যেনো থেমে
এমনি কি হয় বলো প্রথম প্রেমে ?