প্রথম অনুভূতি ভালো লাগে
ছুঁয়ে দেখো হাত গুলি
প্রথম অনুভূতি
ভালো লাগে মেঘ রোদ্দুর
ভালোবাসি নদী [x২]
এ ভাবেই তোমাকে ভেবে ভেবে
মনে কেমন যতনা
তোমাকে ভেবে ভেবে
মনে তোমার বাসনা [x২]
তুমি আমাকে ভালোবাসো কি না [x৪]
তোমায় ভেবে নদীর সাথে
হাঁটি যখন
জোয়ার ভাটায় দিশেহারা
এ মন তখন [x২]
চেয়ে পারে থাকি আমি
থাকি যতো দূরে
ঢেউ হয়ে ছুঁয়ে যেও
ভেসে যেও সেই পারে
বলো আমাকে ভালোবাসো কি না
তুমি আমাকে ভালোবাসো কি না [x২]
অবুঝ মনে মেঘের কোণে
খুঁজি তোমায় (খুঁজি তোমায়)
অবেগী মেঘ অবুঝ অনেকে
বৃষ্টি ঝরায় (বৃষ্টি ঝরায়) [x২]
যেখানে যাবো আমি
ভাবুক ভবঘুরে
জল হয়ে ছুটে এসো
ভেজাও আপন করে
বলো আমাকে ভালোবাসো কি না
তুমি আমাকে ভালোবাসো কি না [x২]