পুন্নি পুকুর একলা শুকায়
কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর
উঠোনের কোণে ছড়ানো সুদূর [x২]
এই মেঘ আসে এই শোরে যায়
উঠোনের কোণে একা বসে থাকি
কি দেখি পুন্নি কি জানি পুকুর
পুতুল মেয়েটি সামনে মুখর..
কি জানি অন্ধার কি জানি আলো
দুটি পুতুলের সংসার কালো
কালো ছায়া আসে দিয়ে আচমকায়
পুন্নি পুকুর একলা শুকায়
পুন্নি পুকুর.. পুন্নি পুকুর
রাত চলে যায় রাতের আদর
কত কথা এসে বিছায় চাদর
তাতে ঘুম যায় কোন দুও-রানি
উঠোনের কোণে কিসের কাহিনী
সোনার ছায়ারা নিয়ে যায় দূর
জোড়া পুতুলের পুন্নি পুকুর..
পুন্নি পুকুর.. পুন্নি পুকুর
একদিন যদি হাওয়া দেয় খুব
অন্য দিনটি জলে ডুব-ডুব [x২]
কখন দেখেছে মায়া ঘন ঘন
রূপকথানি স্বপ্নের ভোর
হাওয়ায় হাওয়ায় জাগে ব্রত কথা
কার চোখ থেকে হঠাৎ ওঝা
খুঁজে ফেরে প্রেম মনি-মুক্তর
ঘরে থেকে দূরে অচেনা বাসর..
ও.. পুন্নি পুকুর.. পুন্নি পুকুর