পিয়া তোরে বিন জিয়া যায় না – Shadaab Hashmi
ওরে গেলো স্বপ্নে যে মনটা আমার..
যেই দিকে দেখি শুধু পাই যে তোমায়.. (x2)
ওও..
পিয়া তোরে বিন জিয়া যায় না
আমি হারিয়ে যাই আর খুঁজে বেরাই
প্রিয়া তোরে বিনা জিয়া যায় না
তুমি থাকো পাশে আর চলো সাথে
পিয়া তোরে বিন জিয়া যায় না..
লাগে যে এ পথ অচেনা
যখন সাথে না থাকো সঙ্গী
বুঝিনি তোকে হারিয়ে..
সোনার খাঁচায় আমি বন্দী
তোকে ছাড়া হাসি-খুশি থাকি না এখন
শুধু একবার কাছে আয়
সব ভুল ভাবনা
আমি মুছে যে দেবো
একবার পাশে তো আয়….
তোকে নিয়ে জীবনের কত কাহিনী.. ওও..
আমার সুরের তুই রাগিণী.. হো..
তোকে নিয়ে জীবনের কত কাহিনী
আমার সুরের তুই রাগিণী
আমি হারিয়ে যাই আর খুঁজে বেরাই
পিয়া তোরে বিন জিয়া যায় না
তুমি থাকো পাশে আর চলো সাথে
প্রিয়া তোরে বিন জিয়া যায় না..
পারিনা দূরে গো থাকতে
তোকে ছাড়া আমি দিশাহারা
শুধু চাই ভালোবাসতে
তোর খুঁজে এসেছি কিনারায়
একবার তুই চোখ মেলে দেখ
হতে চাই আমি তোর সঙ্গী
এই প্রেম সাগরে
ভেসে যেতে চাই
স্বপ্ন বুনে রঙিন…
তোকে ছাড়া আর মন কিছু চায় না..
আমার হৃদয়ে যে তুই কামনা.. (x2)
আমি হারিয়ে যাই আর খুঁজে বেরাই
পিয়া তোরে বিন জিয়া যায় না
তুমি থাকো পাশে আর চলো সাথে
প্রিয়া তোরে বিন জিয়া যায় না..