পদ্মা নদীর নৌকা ভিড়লো – Parambrata Chatterjee

পদ্মা নদীর নৌকা ভিড়লো
হুগলি নদীর চোরে
বাড়ির কাছে আরশি-নগর
পার্শি বসত করে
পার্শি বসত করে
পার্শি আমার পশ্চিম-ও যুড়ে
পার্শি আমার পূর্বে
নাও যদি ছুঁয়ে জল দেখো ঠিক
পার্শি-ও এশে চোবে
যত দূর যায় চোখ যত দূর
পালে লাগে সু-বাতাস
যা কিছুই দেখি সবই তো আমার
পার্শির ইতিহাস
যা কিছুই দেখি সবই তো আমার
পার্শির ইতিহাস

হয়তো পার্শি জানে না কিছুই
অনেক উচুতে ঘর
অলি-গলি হীন রাজপথ যুড়ে
তার জীবন সফর
তার জীবন সফর

পার্শি-ও তার পার্শি কে খোঁজে
পার্শি-ও খোঁজে ঘর
পার্শির নাও ভেসে গেছে জলে
খুঁজতে অন্য চর

তবু জানি ঠিক পার্শির ঘরে
ভাত-ডাল জুটে যাবে
মন যদি চয় পার্শি কে ঠিক
পার্শির-ও মন চোবে
মন যদি চয় পার্শি কে ঠিক
পার্শির-ও মন চোবে

পদ্মা নদীর নৌকা ভিড়লো
হুগলি নদীর চোরে
বাড়ির কাছে আরশি-নগর
পার্শি বসত করে
পার্শি বসত করে

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *