পদ্ম পাতার জল
এই বাতাসে দানা মেলে অশ্রু তোমার
যেন সব অন্ধকার
মেঘের কান্না হয়ে ঝরে কষ্ট তোমার
কেন জানালার ওপার..
জানিনা জোছনার কথা জানি না
জানে কি জনকির দল
এই আকাশে সমাহিত করেছি
ঐ দুচোখের জল
আর শতদল.. শতদল
শতদল.. শতদল
আকাশের এই বিশালতায়
কেন যে তাদের দল সাক্ষী
কষ্ট জুড়ে পাহাড় ছুঁড়ে
কেন এই ঝর্ণা ধারার সৃষ্টি
অভিমান করে বাতাস
ছুটে চলে ভীষণ ঝড় ভেঙে চুরে
জেগে ওঠে রাতের পাখি
কেন রক্ত জমাট করে ডাকে..
এই বাতাসে দানা মেলে অশ্রু তোমার
যেন সব অন্ধকার
মেঘের কান্না হয়ে ঝরে কষ্ট তোমার
কেন জানালার ওপার..
বুঝিনা মেঘেদের ভাষা শুনি না
কাঁদে কি তাদের দল
জানি না কিসের আশার পদ্ম পাতার জল
টলোমল….. টলোমল