নিশি রাতে চাঁন্দের আলো – IMRAN
নিশি রাতে চাঁদের আলো
নিশি রাতে চাঁদের আলো
নিশি রাতে চাঁদের আলো
ঘরে দুকেছে
বন্ধু তোমার ভালোবাসা
আমায় ছুঁয়েছে (x2)
বন্ধু তুমি কাছে আসো না
আমার পাশে বসো না
মনের কথা বলবো তোমায়
সময় হয়েছে..
নিশি রাতে চাঁদের আলো
হো.. নিশি রাতে চাঁদের আলো
ঘরে দুকেছে
বন্ধু তোমার ভালোবাসা
আমায় ছুঁয়েছে (x2)
নিশি রাতে চাঁদের আলো
নিশি রাতে চাঁদের আলো
চাঁদের আলোয় প্রাণ ভরে
দেখবো তোমার হাসি
চোখে-তে চোখ রেখে
বলবো ভালোবাসি
নিশি রাতে চাঁদের আলো
হো.. চাঁদের আলো প্রাণ ভরে
দেখবো তোমার হাসি
চোখেতে চোখ রেখে
বলবো ভালোবাসি
বন্ধু তুমি কাছে আসো না
আমার পাশে বসো না
মনের কথা বলবো তোমায়
সময় হয়েছে..
নিশি রাতে চাঁদের আলো
হো.. নিশি রাতে চাঁদের আলো
ঘরে দুকেছে
বন্ধু তোমার ভালোবাসা
আমায় ছুঁয়েছে (x2)
দূরে দূরে থাকো না আর
আমায় পাগল করে
না পেলে তোমার দেখা
যাবো আমি মরে (x2)
বন্ধু তুমি কাছে আসো না
আমায় পাশে বসো না
মনের কথা বলবো তোমায়
সময় হয়েছে
নিশি রাতে চাঁদের আলো
হো.. নিশি রাতে চাঁদের আলো
ঘরে দুকেছে
বন্ধু তোমার ভালোবাসা
আমায় ছুঁয়েছে (x2)
নিশি রাতে চাঁদের আলো,
চাঁদের আলো