ধুলোমাখা ক্যানভাস ঝাপসা আকাশ
ধুলোমাখা ক্যানভাস
ঝাপসা আকাশ
রেখে ছেড়া বাতাসে
ভেসে যায় ভেসে যায়
আবছায়া ল্যাম্প শেড
রাত জাগা ঘর
পাশ ফেরা স্বপ্ন
মুছে যায়, মুছে যায়
ছায়া ছায়া সংলাপ
কষ্টের পাথর
দোহরার জানালায় আসে না ভোর
একা মন চলে যায় ভুল ঠিকানায়
বাস-ভূমি ইচ্ছের আশে কোথায়..
ও.. ও হো..হো হো হো..
ভাঙচুর কিনারায় বালির পোশাক
দারুণ হতাশা দু-মুঠো
চাঁদ ভাসি রাত-ঘুম,
নিষ্ঠুর জীবন
উড়ে যাওয়া খোর-কুটো (x2)
স্বপ্নের চাবি-রিং
উধাও নিখোঁজ
বেওয়ারিশ খবরের
লাশ কাটা রুজ
ডোরে আকাশের খোঁজ
ভিন পাখি মন
স্কাই লাইনে মেঘ
ধূসর জীবন..
ও.. ও হো..হো হো হো..
আধখানা কফি-কাপ
কষ্টের চুমুক
দম-বাঁধা জমাট ধোওয়াশা
ঢেউ ওঠা পাঞ্জরের উথাল-পাথাল
মরে যাওয়া ভালোবাসা (x2)
চাই চাপা আগুনে উষ্ণ জীবন
ধিকি ধিকি পুড়ে যায় ভুল পাহাড়ায়
নিশি কালাও বাতাসে বিষাদ বারুদ
তবু কাছে ডাকে আয় তোমায় আমায়..
ও.. ও হো..হো হো হো..