ধিতাং ধিতাং ধিন তা না – Armaan Malik
এখানে ওখানে মাছাতে ভাসানে
বাংলা নাচের জুড়ি নেই
ও চমকে, দমকে, লোচতে, থমকে
ডিস্কো যে হার মানবেই
নাচে হেলে-দুলে,
নাচ দু-হাত তুলে
ঠুমকা দে ঠুমকা দে বাংলা স্টাইলে
ধিতাং ধিতাং ধিন তা না
ধিতাং ধিতাং ধিন (x4)
সবাই মিলে করি ডান্স
চার্বি কেনো এমন চান্স
তাই না লাগে চীন-ফ্রান্স (x2)
বাংলা জিন্দাবাদ..
আজ.. নেচে আসর জমা
মেয়ে..জাত নেই রে মামা
ডুম যদি থাকে বুকে
তুই দেখ তোর কেলমা
নাচে হেলে-দুলে,
নাচ দু-হাত তুলে
ঠুমকা দে ঠুমকা দে বাংলা স্টাইলে
ধিতাং ধিতাং ধিন তা না
ধিতাং ধিতাং ধিন (x4)
কি জাদু বাংলা গানে
আজ শুধু কাছে টানে
রাত যত বাড়ে চলে
মন বোঝে প্রেমের মানে
নাচে হেলে-দুলে,
নাচ দু-হাত তুলে
ঠুমকা দে ঠুমকা দে বাংলা স্টাইলে
ধিতাং ধিতাং ধিন তা না
ধিতাং ধিতাং ধিন (x9)