ধাত তেরি কি – Akassh & Lihat Lemis
আজ কাল তোদের ভাল লাগে না
বোম্বাই লঙ্কায় ঝাল লাগে না
প্রেমের নেশায় মন মেতেছে
তোদের তাতেও দিল লাগে না
পাগলি কেনো বুঝিস না
ওরে শোনায় মুরে রেখেছি…
ধাত তেরি কি, ধাত তেরি কি
নকশা বুঝে ফেলেছি
রাত-বিরেতে মনটা পেতে
আমরা হিরো সেজেছি (x২)
বুঝেছি বুঝেছি
চোখ বুঝে ফেলেছি
ফেলে চিপ ভেবেছিস
তোর টুপ গিলেছি
আরে চোখ ফেলে টুপ
দেখ তোপর এনেছি
তোকে চাই আজ তাই
তোর নগর সেজেছি
হানিমুনে যাবি চল
এবার বিলেতের টিকেট কেটেছি
ধাত তেরি কি, ধাত তেরি কি
নকশা বুঝে ফেলেছি
রাত-বিরেতে মনটা পেতে
আমরা হিরো সেজেছি (x২)
দুরু দুরু মনটা আমার
বেড়েছে হার্ট বিট, সোনা
প্রেমের ওই বেলকনিতে
চলনা করি মিট, সোনা
জানি তোর সঙ্গ পেলে
হবো আরও ভাল ছেলে
বলি তোর ডিব্বি গেলে
বাসব ভাল ঠিক
না না না, হবে না
তুই যতই করিস ছল
সব ছাড় একবার
প্লিজ আমাকে তুই বল
আরে থাক শুনে রাখ
আমি পটাতে মাস্টার
ফোটা-ফট পটাবো
যখন তখন ছাড়
পাগলি কেনো বুঝিস না, ওরে
শোনায় মুরে রেখেছি…
ধাত তেরি কি, ধাত তেরি কি
নকশা বুঝে ফেলেছি
রাত বিরেতে মনটা পেতে
আমরা হিরো সেজেছি (x২)